USA Flash Flood : আমেরিকায় টেক্সাসের নদীতে হড়পা বান, মৃত্যু অন্তত ২৪ জনের!

12

ডিজিটাল ডেস্ক, ৫ জুলাই : যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে প্রবল বৃষ্টির জেরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুয়াদালুপে নদীতে সৃষ্টি হয়েছে হঠাৎ বন্যা। নদীর জলের প্রবল স্রোতে ভেসে গেছেন বহু মানুষ। এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে ২৪টি মৃতদেহ, তবে অনেকেই এখনো নিখোঁজ রয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন (USA Flash Flood)।

সপ্তাহান্তে গুয়াদালুপে নদীর কাছে আয়োজিত একটি সামার ক্যাম্পে অংশ নিয়েছিল একটি স্কুলের ছাত্রছাত্রীরা। এখনও পর্যন্ত ২৩ জন শিক্ষার্থীর খোঁজ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে যে, তারা হঠাৎ আসা প্রবল জলের তোড়ে ভেসে গেছেন। তবে আশার কথা শুনিয়েছেন টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক। তাঁর মতে, ওই পড়ুয়ারা হয়তো পুরোপুরি নিখোঁজ নয়—জীবন বাঁচানোর তাগিদে তারা গাছে উঠে আশ্রয় নিয়েছে অথবা দুর্যোগের কারণে তাদের সঙ্গে যোগাযোগ সম্ভব হচ্ছে না।

নিখোঁজ পড়ুয়াদের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে আকাশপথে—এমনটাই জানিয়েছে টেক্সাস প্রশাসন। ইতিমধ্যেই ৫০০ জন উদ্ধারকর্মী নামানো হয়েছে, এবং মোতায়েন করা হয়েছে ১৪টি হেলিকপ্টার। টানা ভারী বৃষ্টির কারণে উদ্ধার কাজ মাঝে মাঝেই ব্যাহত হচ্ছে। গত কয়েক দিন ধরে টেক্সাসের বিস্তীর্ণ অংশে লাগাতার বৃষ্টিপাত চলছে। শুক্রবার দক্ষিণ-পশ্চিম টেক্সাসে মাত্র ৪৫ মিনিটের মধ্যে গুয়াদালুপে নদীর জলস্তর ২৬ ফুট (প্রায় ৮ মিটার) বৃদ্ধি পায়, যা রীতিমতো ভয়াবহ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলিতে দেখা যাচ্ছে নদীর জলভারে বাড়ি ও গাছ মুহূর্তে ভেঙে পড়ছে।

টেক্সাসে লাগাতার ভারী বৃষ্টিপাতের ফলে আবারও গুয়াদালুপে নদীতে হঠাৎ বন্যার আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে জনগণের সুরক্ষার কথা মাথায় রেখে প্রশাসন পরামর্শ দিয়েছে নদীর তীরবর্তী এলাকাগুলোতে না যেতে। শুক্রবার ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ২৪৯তম স্বাধীনতা দিবস, আর এই উপলক্ষে অনেকেই নদীর ধারে সময় কাটানোর পরিকল্পনা করেছিলেন। কিন্তু প্রশাসনের সতর্কবার্তার কারণে আপাতত সেই সব আনন্দঘন পরিকল্পনা স্থগিত করতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা।