Weather Update : পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া? কতটা বৃষ্টি কলকাতায়?

36

ডিজিটাল ডেস্ক, ২২ জুন : বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গ এখনও চরম গরমে পুড়ছে। কলকাতা সহ আশপাশের জেলাগুলি ভ্যাপসা গরমে হাঁপিয়ে উঠেছে। তবে স্বস্তির খবর, আবহাওয়ার বদল আসন্ন। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নতুন সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। বিহারের উপরে অবস্থান করা নিম্নচাপের প্রভাবে রবিবার থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর সঙ্গে ঘণ্টায় ৩০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। এই পরিস্থিতি বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে, এমনকি কিছু এলাকায় হতে পারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও (Weather Update)।

২৮ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত রাজ্যে পূর্বাভাস আবহাওয়া দফতরের, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত। ২৫ শে জুন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘুরাবর্তের পূর্বাভাস। আগামীকাল পশ্চিমবঙ্গে সব জেলায় বৃষ্টিপাত।

২৫,২৬,২৭ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টিপাত। ২৩ তারিখে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গে সব জেলাতেই বৃষ্টিপাত ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইবে ঝোরো হওয়া। আগামী ২৫ তারিখ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে কমলা সতর্কতা।

গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ : –

বাঁকুড়াতে ২৬.৩ মিলিমিটার, পুরুলিয়া ১২ মিলিমিটার, দীঘায় ৫ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা।

কলকাতার আকাশ মেঘে ঢাকা থাকবে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে, আর রাতের তাপমাত্রা থাকবে প্রায় ২৬ ডিগ্রির আশেপাশে। বাতাসে জলীয় বাষ্পের মাত্রা বেশি থাকায় অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলে পূর্বাভাস।

উত্তরবঙ্গে বৃষ্টির প্রভাব আরও বাড়তে চলেছে। আগামী মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এছাড়াও মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছে প্রশাসন।

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৯ ডিগ্রি বেশি। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি কম।