Today Gold Price:হলুদ ধাতু লাখ ছুঁই ছুঁই ,পাল্লা দিয়ে কপালে ভাঁজ বৃদ্ধি সাধারনের

11

ডিজিটাল ডেস্ক ১৪ই জুলাইঃ সোনার দামের বিষয়ে অনেকেই জানতে চান। তার নানা কারণ থাকে। অনেকের কাছে সোনা একটি বিনিয়োগ। যুগ-যুগ ধরে মানুষ সঞ্চয়ের টাকায় সোনা কিনে রেখেছেন। তবে সিংহভাগের কাছে সোনার মানেই গয়না। আসলে বিয়ে, অনুষ্ঠানে অল্প হলেও সকলে একটু সোনার গয়না কেনেন। তাই দোকানে যাওয়ার আগে সেইদিন সোনার দাম কত চলছে, তা জানতে চান। সোনার দাম নিয়ে সকলের এই আগ্রহের কারণ আছে। কয়েকদিনের ব্যবধানেই সোনার দামে কয়েক হাজার টাকার পার্থক্য হতে পারে। আর সকলেই একটু সস্তায় সোনা কিনতে চান। তাই হলুদ ধাতুর কেনার আগে বাজার দর জেনে রাখাটা গুরুত্বপূর্ণ। সোনার দাম হ্রাস/বৃদ্ধির পিছনে বহু কারণ থাকে। মূল্যবৃদ্ধি, সুদের হার, দেশের সোনার বাজার, সরকারি মজুত, আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি, ডলারের প্রেক্ষিতে টাকার মূল্যের মতো বিষয়ে উপর সোনার দাম নির্ভর করে(Today Gold Price)।

কলকাতায় সোনার দাম
(সোমবার ১৪ জুলাই)

হলমার্ক সোনার গহনা(২২ ক্যারেট ১০ গ্রাম)
১ গ্রামের দাম ৯১৩৯ টাকা
১০ গ্রামের দাম ৯১৩৯০ টাকা

খুচরো পাকা সোনা(২৪ ক্যারেট ১০ গ্রাম)
১ গ্রামের দাম ৯৯৭০ টাকা
১০ গ্রামের দাম ৯৯৭০০ টাকা

পাকা সোনার বাট(২৪ ক্যারেট ১০ গ্রাম)
১ গ্রামের দাম ৯৮২০ টাকা
১০ গ্রামের দাম ৯৮২০০ টাকা